ফারাওয়ের মিসরের ওপর যে অভিশাপ বা গজবগুলো নেমে এসেছিল সেগুলোকে ইহুদীরা হিব্রুতে বলে থাকে ‘মাকৌৎ মিৎস্রায়ীম’। ইংরেজিত যা কিনা মিসরের প্লেগ নামে পরিচিত। কুরআন ও তাওরাত দু’ ধর্মগ্রন্থেই আছে এগুলোর উল্লেখ, যার শেষে ফারাও তার দাসবন্দী ইসরাইলিদের (হিব্রুদের) মিসর ত্যাগের অনুমতি দেন।