জীবনের শিলান্যাস: শিল্পসত্ত্বার কথকতা
“মানুষ যৌবনকে কখন কীভাবে আবিষ্কার করে বলা কঠিন। পশ্চাতে দৃষ্টিপাত করে আমার মনে হচ্ছে, আমি বৃষ্টির মধ্যে যৌবনকে অনুভব করেছি। অতীতের অনুভূতিগুলো নতুন করে নির্মাণ করতে গিয়ে এভাবেই যৌবনকে বারবার আবিষ্কার করেছি।”
– সৈয়দ আলী আহসান