নারমার: ইতিহাসের প্রথম ফারাও
নারমারের পূর্বে মিশর ছিল উচ্চ ও নিম্ন দুই ভাগে বিভক্ত। উচ্চ মিশর ছিল শহরকেন্দ্রিক ধনী রাজ্য, যার চালিকা শক্তি ছিল বাণিজ্যনির্ভর শক্তিশালী অর্থনীতি। একজন রাজার অধীনে শাসিতে হতো সে উচ্চভূমি। অন্যদিকে নিম্ন মিশরে ছিল কৃষিনির্ভর গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা, যা শাসন করত গ্রাম-প্রধানরা।