দুরন্ত গতি, উড়ন্ত উমরান
টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে একমাত্রিক বোলার হয়ে টিকে থাকা ভীষণ কঠিন। বোলাররা, পেসাররা যেখানে টিকে থাকার জন্য নিত্যনতুন অস্ত্র, বৈচিত্র্য, স্লোয়ার বল রপ্ত করার চেষ্টায় মত্ত, সেখানে উমরান মালিকের আগমন তুমুল গতি নিয়ে। বেশিরভাগ ডেলিভারিই পেরোচ্ছে ১৪৫ কি.মি./ঘন্টার সীমানা, গতি কমিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করার বদলে বেছে নিয়েছেন গতি দিয়ে ব্যাটাদের পর্যুদস্ত করার পথ।