চেলসি, ট্রান্সফার উইন্ডো, এবং ‘ফেয়ার প্লে’ জারিজুরি
২০২৩ সালের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটি চেলসির জন্য জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড খরচ করা এই উইন্ডোতে চেলসি দলে ভিড়িয়েছে এক ঝাঁক তরুণ ফুটবলারকে। কিন্তু উয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লেকে ডিঙ্গিয়ে কিভাবে এটি সম্পন্ন করল চেলসি?