সোমালিয়া যেভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো (২য় পর্ব)
এ দুর্দশা আন্তর্জাতিক গোষ্ঠীর নজর কাড়েনি। এবারে কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সবাই ছুটে এল। পশ্চিমারা ভেবেছিল, একদল ছেলে-ছোকরা অস্ত্রশস্ত্র নিয়ে সোমালিয়া তছনছ করছে, এদেরকে শায়েস্তা করা কোনো ব্যাপারই নয়। ফলে, সোমালি সমস্যার কোনো রাজনৈতিক সমাধান ছাড়াই শান্তিরক্ষী পাঠিয়ে দেওয়া হলো। নেতৃত্বে যথারীতি যুক্তরাষ্ট্র। শুরুর কয়েক মাসে অবশ্য বিশেষ গোল বাঁধেনি। ৬০ ভাগ জনগণ ও ৩৫ শতাংশ অঞ্চল ছিল জাতিসংঘের নিয়ন্ত্রণে। মোগাদিসু ছাড়াও অনেক অঞ্চলে খাদ্য বিতরণ শুরু হয়, কিছুটা শান্ত ভাবও দেখা দিল। তবে এসবই ছিল ঝড়ের পূর্বাভাস।