২০০০ সালের আশেপাশের সময়টাতে যারা শৈশব কৈশোর কাটিয়েছেন, তারা অনেকেই ফ্যান্টমের সাথে পরিচিত। না, সাইফ আলি খানের ফ্যান্টম মুভির কথা বলা হচ্ছে না, আমাদের ছোটবেলার প্রিয় কমিকবুক হিরো ফ্যান্টমের কথা বলছি। ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যানদের সাথে পরিচিত হওয়ার আগে এই ফ্যান্টমই ছিল আমাদের সুপারহিরো। চলুন আরেকবার স্মৃতির পাতায় ডুব মারি এবং জেনে আসি ফ্যান্টমের আদ্যোপান্ত!