টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা তিন উইকেট
আভিজাত্যের টেস্ট ক্রিকেট; যার পড়তে পড়তে রোমাঞ্চের ছড়াছড়ি। ব্যাটসম্যানদের যেখানে টিকে থাকার জন্য লড়াই করতে হয় সময়ের পর সময়, সেখানে বোলাররা অপেক্ষায় থাকে ১০টি ভালো বলের। সেই বলগুলো থেকে পরিস্থিতি বিবেচনায় টেস্ট ইতিহাসের সেরা তিনটি উইকেট বের করেছেন জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর লেখক ও পরিসংখ্যানবিদ অনন্ত নারায়ণন।