ইতিহাসের অপলাপ: আইরিশ ইতিহাস নিয়ে ব্রিটিশদের ইচ্ছাকৃত অজ্ঞতা
আয়ারল্যান্ডে নিজেদের আক্রমণ ও শোষণের ইতিহাস নিয়ে ইংল্যান্ড বড়ই উদাসীন, অস্বীকারও করে না, আবার নিজেদের স্কুল-কলেজে এই ইতিহাস শিখাচ্ছেও না। এও এক ধরণের অপলাপই বটে। এখনকার ব্রিটিশ যুবকদের মধ্যে আয়ারল্যান্ডের ইতিহাসের জ্ঞান খুবই সীমিত, অনেকক্ষেত্রে ঘৃণামিশ্রিত; এবং এর পেছনে রয়েছে ব্রিটিশদের ইতিহাস অপলাপ।