পুরুষেরা বেশিরভাগ সময়েই শুধু প্রতিবেলা নানাবিধ সুস্বাদু খাবার খেয়েই অভ্যস্ত, কিন্তু সেই খাদ্য রান্নার পেছনে যে দিনব্যাপী অক্লান্ত শ্রম, অধ্যাবসায় দিতে হয় তা অনেকেরই চোখে পড়ে না। আমরা খুবই সহজে হয়তো কিছুটা উদ্দেশ্যপ্রণীতভাবেই রান্না-বান্নার মতো একটা মৌলিক লাইফ স্কিলকে জেন্ডার রোলে পরিণত করতে সক্ষম হয়েছি।