গ্যারেথ বেলের ‘রিয়াল মাদ্রিদ সমাচার’
প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ হয়তো ভাবেননি ৬০ শতাংশ বেতন পরিশোধ করে সাময়িক বিদায় দিতে হবে তার দ্বিতীয় অধ্যায়ের সবথেকে আলোচিত এই খেলোয়াড়কে। রিয়ালকে এমন পরিস্থিতির সামনে দাঁড় করানোর পেছনে গ্যারেথ বেল এবং তার এজেন্ট জনাথন বার্নেটকে সরাসরি দায়ী করা যেতে পারে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ লিগ শিরোপা জিতলেও লা লিগায় গ্যারেথ বেল খেলেছেন মাত্র ১০৯২ মিনিট। ২ গোল এবং ২ অ্যাসিস্ট থাকলেও এখন অবধি এটি তার রিয়াল ক্যারিয়ারের সবথেকে খারাপ মৌসুম বলা যায়। এমন প্রেক্ষাপটে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মাদ্রিদ ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। অন্যদিকে, এজেন্ট জনাথন বার্নেটের প্রস্তাব ছিল চুক্তির পুরো অর্থ অগ্রিম পরিশোধ করলে সাথে সাথেই লন্ডনের ফ্লাইট ধরবেন তিনি।