পুরকৌশলের প্রাথমিক ধারণা | পর্ব ৬ | কনক্রিট: পুরকৌশলের বিস্ময়
কনক্রিট মানব সভ্যতা বিনির্মাণের এক অবিচ্ছেদ্য অংশ। থমাস আলভা এডিসনের মতো মানুষও কনক্রিট দিয়ে আকাশ ছোয়ার স্বপ্ন দেখেছিলেন। জাপানে কনক্রিট রাজনীতি বেশ গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাছাড়া বৈশ্বিক কার্বন ডাই অক্সাইড নির্গমনের ৪-৮% হয় এই কনক্রিট উৎপাদন ও ব্যবহার করতে যেয়ে।