আমরা যদি হাতে থাকা সবচেয়ে উন্নত প্রযুক্তির ব্যবহারে আলফা সেনটরি স্টার সিস্টেমে পৌঁছানোর চেষ্টা করি, অর্থাৎ ঘন্টায় ৫৬,০০০ কিমি গতিতে ছুটে গেলেও, আলফা সেনটরিতে পৌঁছাতে আমাদের ৮৬,০০০ বছর সময় লাগবে! এবং এটা হচ্ছে সূর্য থেকে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র বা তারকায় পৌঁছানোর উচ্চাকাঙ্খী হিসাব। রাতের আকাশে আমরা যত ট্রিলিয়ন তারা দেখি তার মাত্র দু’টোর দূরত্বই যদি এত হয়, তাহলে মহাবিশ্ব কত বড়?