লাইভ এইড: মানবতার শ্রেষ্ঠ কনসার্ট কনসার্ট থেকে প্রায় ১২৭ মিলিয়ন ডলার উত্তোলন করা হয় এবং তা দান করা হয় ইথিয়োপিয়ায়।
কুইন: ফ্রেডি মার্কারির বিষাদময় রূপকথা চাঁদের বুকে একটুখানি কালিমা যেমন থাকে, তেমনি কুইন ও ফ্রেডির জীবনেও অনেক খারাপ অধ্যায় হয়তো ছিল। কিন্তু সেটি উপেক্ষা করলে কুইনের পুরো যাত্রা কোনো রূপকথার গল্প থেকে কম নয়। এবং সেই গল্পের নায়ক অবশ্যই ফ্রেডি মার্কারি।
মেগাডেথ: ডেভ মাসটেইনের অনবদ্য সৃষ্টি জুন ১৭, ২০১৯। এদিন ডেভ মাসটেইন মিডিয়াকে জানান, তিনি গলার ক্যান্সারে আক্রান্ত। কোটি কোটি মেগাডেথ ভক্তের মনে জমে আশঙ্কার মেঘ। এই কি তবে শেষ? এখানেই কি ইতি ঘটবে ৩৫ বছরের মেটাল যাত্রার?