অদ্ভুত সব জাপানি খাবার
একবার শুধু ভাবুন যে, আপনার সামনে বোতল ভর্তি পানীয় এবং সেই পানীয়ের মধ্যে কুণ্ডলী পাকানো সাপ দেখা যাচ্ছে! এখন আপনাকে দারুণ আপ্যায়ন করে বোতল থেকে সেই পানীয় গ্লাসে ঢেলে আপনাকে পরিবেশন করা হল, কি করবেন? পালাবেন নাকি খানিকটা চেখে দেখবেন এই অদ্ভুত আর ভয়ঙ্কর পানীয়টি?