মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা সঙ্কটের ব্যাপারে পরামর্শ দেয়ার জন্য তৈরি আন্তর্জাতিক প্যানেলের থাই সচিব পদত্যাগ করেছেন। এর ফলে রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য মিয়ানমার সরকারের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আবারও। তার সিদ্ধান্ত ব্যাখ্যা করে থাইল্যান্ডের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত কোবসাক চাতিকুল রয়টার্সেকে জানিয়েছেন, প্যানেলের বিদেশী ও স্থানীয় বিশেষজ্ঞরা এই সপ্তাহে রাজধানী নপিডোতে তৃতীয়বারের মতো বৈঠক করেছেন। তার মতে এই প্যানেলের লাগাম টেনে রাখা হয়েছে এবং জানুয়ারিতে তৈরি করা প্যানেলটির কাজ ছয় মাসে খুব অল্পই অগ্রসর হয়েছে। কোবসাক বলেন, তিনি পদত্যাগ করেছেন ১০ জুলাই কিন্তু তা পূর্বে প্রকাশ করা হয়নি।