প্রতিবারই একাডেমি এওয়ার্ড বা অস্কার আসর হাজির হয় অভাবনীয় নানা চমকপ্রদ ঘটনা নিয়ে। ঘটে যাওয়া আলোচিত এসকল ঘটনার কোনো কোনোটি বিস্ময়কর, অপ্রত্যাশিত, আবার কোনো কোনোটি বেশ মজার হাস্যরসের সৃষ্টি করেছে। তবে এসব নিয়ে অমীমাংসিত বিতর্কও আছে। কেউ কেউ বলেন এসব পূর্বপরিকল্পিত তথা সাজানো স্ক্রিপ্ট। আবার কেউ কেউ সত্যিই দুর্ঘটনা মনে করেন।