প্রথম কঙ্গো যুদ্ধ
১৯৯৬ সাল থেকে ২০০২ সাল, পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়া সেই সময়কার অন্যতম একটি সংঘাত ছিল আফ্রিকার মহাযুদ্ধ (The Great African War) যার সূচনা ঘটে প্রথম কঙ্গো যুদ্ধের মধ্য দিয়ে। যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যুদ্ধের সূচনা হয়েছিল সেটি শেষ পর্যন্ত অপূর্ণ থেকে যায়। কিন্তু আন্তর্জাতিক সৈন্যসামন্তের অংশগ্রহণে সার্বভৌমত্ব লংঘনের পাশাপাশি বয়ে গিয়েছিল মৃত্যুর মিছিল।