মানুষের অবয়বের এই গাছটি যদি মানুষের মতো করে ভাবতো, মানুষের মতো তার প্রকাশ করতো, মানুষের মতো প্রেমে পড়তো, কামুক হতো কিংবা অভিমান করতে পারতো – তবে তা কেমন হতো? গাছের জীবন আছে, বলে গিয়েছেন জগদীশ চন্দ্র বসু। কিন্তু গাছের প্রেম আছে কিনা তা তো আমরা জানি না!