সৌদি আক্রমণ ও ইয়েমেন ট্র্যাজেডি
দিনের পর দিন ক্ষুধায় জ্বালায় কাতরাতে থাকা আমালের মত হাজারো শিশুর দায় কে নেবে? দেশকে গৃহযুদ্ধের মাঝে ফেলে রেখে পালিয়ে যাওয়া ইয়েমেন সরকার? ইয়েমেন সীমান্তে বোমাভরতি উড়োজাহাজ পাঠানো সৌদি আরব নাকি বিদ্রোহী হাউদিরা? নাকি বিধধস্ত ইয়েমেনের পেছনে দায়ী সুদুর আটলান্টিক এর ওপারের কোনো নোংরা ক্ষমতালোভী রাজনীতি?