এশিয়ায় দীর্ঘতম গৃহযুদ্ধ: শ্রীলঙ্কার রক্তস্নাত ইতিহাস

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দক্ষিণ এশিয়ার এ দেশটির জনগণ দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের স্মৃতি বয়ে চলেছেন।
১৯৮৩ সালে শুরু হওয়া এ গৃহযুদ্ধ অবশেষে ২৩ বছর পর ২০০৯ সালে সমাপ্ত হয়। ২০০৯ সালের ১৬ মে শ্রীলঙ্কা সরকার নিজেদের বিজয় ঘোষণা করে। পরেরদিন তামিল টাইগারদের পরিচালিত একটি ওয়েবসাইটে বলা হয় ‘আমরা এই যুদ্ধের তিক্ত সমাপ্তিতে পৌঁছে গেছি ’। দীর্ঘ ২৬ বছর ধরে চলা সহিংসতার অবসান ঘটে। বিশ্বে ছড়িয়ে থাকা শ্রীলঙ্কানরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সমাপ্তি ঘটে কয়েক দশক ধরে চলমান এশিয়ার দীর্ঘতম গৃহযুদ্ধের।

article

অং সান সু কি: হেরে যাওয়া শান্তির দূত?

১৯৬২ সালে জেনারেল ইউ নে উইন সামরিক অভ্যুথানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং তৎকালীন বার্মায় শুরু হয় সামরিক শাসন। তারপর থেকেই গনতন্ত্রের দাবীতে আন্দোলন চললেও ১৯৮৮ সালে হাজার হাজার ছাত্র, চাকুরীজিবী, পেশাজিবী, জনতা, বৌদ্ধ সন্যাসী রাস্তায় নেমে গনতান্ত্রিক সংস্কারের দাবিতে একজোট হয়ে আন্দোলন গড়ে তোলেন। এর গণ বিক্ষোভের মুখে সেই বছর আগষ্টে নে উইন পদত্যাগ করে ক্ষমতা সামরিক জান্তার কাছে হস্তান্তর করেন। ৮-৮-৮৮ নামে সেই আন্দোলন আজও পরিচিত। সু কি মায়ের দেখাশোনা করতে দেশে ফিরলেও তিনি সে আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। নে উইন পদত্যাগ করলেও পরবর্তী সামরিক সরকারের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে বক্তব্য দিতে শুরু করেন। তিনি বিভিন্ন জনসভায় জনগনের গনতান্ত্রিক অধিকার আর মানবাধিকার নিয়ে কড়া বক্তব্য রাখেন। এরফলে শীঘ্রই তিনি সামরিক সরকারের রোষানলে পড়েন।

article

ভারতীয় বংশোদ্ভূত প্রথম নারী মহাকাশচারী: কল্পনা চাওলা

ছোট্ট একটি মেয়ে, তার স্বপ্ন একদিন আকাশ ছোঁবে। ছোটবেলা থেকে সে স্বপ্ন বুনে চলে, একদিন সে বৈমানিক হয়ে আকাশে ডানা মেলবে। সেই বয়সেই খেলার ছলে সে বিমানের ছবি আঁকত আর বাবার কাছে বায়না ধরত বিমান দেখাতে নিয়ে যাবার। মেয়েটির নাম কল্পনা চাওলা। ভারতে জন্ম নেয়া তিনি প্রথম নারী যিনি মহাকাশে পাড়ি জমান।

article

রবার্ট মুগাবে: নেতা থেকে স্বৈরশাসক হয়ে ওঠার গল্প

১৯৮০ সালে দক্ষিণ রোডেশিয়া ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন জিম্বাবুয়ে নামে আত্নপ্রকাশ করে। মুগাবের সংগ্রাম সাফল্যলাভ করে। জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের ব্যানারে নির্বাচন করে মুগাবে প্রথমবারের মত স্বাধীন জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮১ সালে জিম্বাবুয়ে আফ্রিকান ডেমোক্র্যাটিক পার্টি আর জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের মধ্যে বিরোধের সূচনা হয়। ১৯৮৫ সালে আবার মুগাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮৭ সালে দুই দলের মধ্যে একটি সমঝোতার সৃষ্টি হয় এবং তারা একটি অভিন্ন দলে মিলিত হন। দেশটির অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। এই সম্মিলনের এক সপ্তাহের মধ্যেই মুগাবে জিম্বাবুয়ের রাষ্ট্রপতি হিসাবে নিয়োগলাভ করেন।

article

লুসি হল্ট: হৃদয়ে বাংলাদেশকে লালন করা এক বিদেশিনী

লুসি একাধারে দীর্ঘ ৫৯ বছর ধরে নীরবে-নিভৃতে সেবা করে যাচ্ছেন এই দেশ আর তার মানুষের। বঙ্গবন্ধুকে ভালোবাসা এই নারী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন অনেক প্রতিকূল পরিবেশে। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চরম অত্যাচার, নির্যাতন দেখেও দমে যাননি, বুক ভরা সাহস নিয়ে চিকিৎসা আর সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন অসংখ্য মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে।

article

গুলাবী গ্যাং: হাতে লাঠি তুলে নেয়া এক নারীর সাফল্যগাঁথা

এখানেই জীবন বদলে দেয়া এক ঘটনার শুরু। অত্যাচারী লোকটি তার সেই প্রতিবেশী নারীকে সেদিনের মত বিদায় করে দেয়ার পরদিন ওই মহিলা আরও পাঁচজন নারীকে সাথে করে নিয়ে আসল এবং তারা তাদের হাতে করে নিয়ে আসা বাঁশের লাঠি দিয়ে আচ্ছামতো ওই লোককে ধোলাই দিয়ে বাধ্য করল তার স্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং আর কোনদিন সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যাবহার করবে না এই প্রতিশ্রুতি দিতে।

article

শেবার রানী: অসীম ক্ষমতাবান এক রানীর গল্প

শেবার রানীকে ঘিরে আছে রহস্য আর মুখরোচক গল্পের সমাহার। যদিও অনেকেই ধর্মগ্রন্থের বাইরে শেবার রানী নামক চরিত্রটির অস্তিত্বের ব্যাপারে সন্দিহান। আফ্রিকা আর আরবে এখনো শেবার রানীর গল্প ছড়িয়ে আছে এবং গত তিন হাজার বছর ধরে শেবার রানীকে ঘিরে নানা গল্প প্রচলিত আছে পৃথিবীর নানান প্রান্তে।

article

চন্দ্রপৃষ্ঠে প্রথম মানব: নীল আর্মস্ট্রং

প্রথম মানুষ হিসেবে আর্মস্ট্রং তার বাম পা চাঁদের মাটিতে রাখেন এবং বলে উঠেন “একজন মানুষের জন্য এটা একটা ক্ষুদ্র ধাপ হলেও মানব জাতির জন্য এটি একটি বিরাট পদক্ষেপ ” (“That’s one small step for a man, one giant leap for mankind”)। বলা হয়ে থাকে, আর্মস্ট্রং চাঁদে নামার উত্তেজনায় “That’s one small step for man, one giant leap for mankind” বলে ফেলেছিলেন। উত্তেজনায় ইংরেজী ব্যকরণের নিয়মে ‘Man’ এর আগে ‘A’ লাগাতে ভুলে যান।

article

ডে জিরো এবং চেন্নাইয়ের পানি সঙ্কট

পৃথিবীর মোট পানির মাত্র ০.০১৪ শতাংশ পানি পানোপযোগী এবং সহজলভ্য আর বাকি ৯৭ শতাংশ পানিসম্পদ পানযোগ্য নয়। সুতরাং বোঝাই যাচ্ছে পানীয় জলের এই অনুপাত কোনভাবেই পৃথিবীর এই বর্ধিষ্ণূ জনসংখ্যার অনুপাতে যথেষ্ট নয়। সমস্যাটা এখানেই, তাহলে কি সত্যি আমরা পানি নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বো? এই সঙ্কেতই কি পাচ্ছি আমরা এই সংকটের মাধ্যমে?

article

তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপারস্টার: বব মার্লে

বব মারলি ছিলেন তৃতীয় বিশ্ব থেকে উঠে আসে প্রথম সুপারস্টার। ৭০ এর দশকে যিনি শ্রোতা-দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তার নান্দনিক সুরের মূর্ছনায়। একাধারে তিনি ছিলেন গীতিকার, সুরকার এবং শিল্পী। তিনি গেয়েছেন এবং তৈরি করেছেন রেগি, স্কা, রক স্টেডি সহ নানা ধরনের মৌলিক এবং মিশ্র সঙ্গীত। বব মারলি জ্যামাইকান সঙ্গীতকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন, করে তুলেছেন জনপ্রিয়। মারলির গানে এমন কিছু ছিল, যা শ্রোতাদেরকে তাদের দুঃখ-কষ্ট ভুলিয়ে দিয়ে সুরের তালে নেচে উঠতে বাধ্য করতো।

article

জাতীয় সংসদ ভবন: স্থপতি লুই কানের শেষ স্থাপনা

কেন্দ্রীয় অষ্টভুজাকৃতির ব্লকটি ৪৭.২৪ মিটার উঁচু যা ৩৫৪ টি আসন ধারন ক্ষমতা সম্পন্ন অ্যাসেম্বলি কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। ১৯৬৪ সালে প্রধান ভবনের কাজ শুরু হলেও ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পুরো সময় নির্মাণাধীন মূল অবকাঠামোর কাজ পুরোপুরি বন্ধ থাকে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার চুড়ান্ত নকশায় কোন রকম পরিবর্তন না এনে নির্মাণকাজ সম্পন্ন করার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

article

গ্রাফিতি: অপরাধ নাকি প্রতিবাদ?

মানব সভ্যতার বিকাশের সাথে সাথে গ্রাফিতিও বিকশিত হয়েছে, বিবর্তনের মধ্য দিয়ে বর্তমানের অবস্থানে এসে দাঁড়িয়েছে। প্রাচীন গুহা চিত্র থেকে শুরু করে আজকের বাংলাদেশের দেয়ালে দেয়ালে আঁকা ‘সুবোধ’ পর্যন্ত পথচলায় গ্রাফিতি হয়ে উঠেছে সাধারণ চিত্রকর্ম থেকে প্রতিবাদের ভাষা।

article

End of Articles

No More Articles to Load