চটজলদি ও স্বাস্থ্যসম্মত কিছু স্টুডেন্ট রেসিপি: চেনা স্বাদের বাহার, ঝটপট আহার
ক্লাস, পরীক্ষা, এসাইনমেন্ট অথবা ল্যাব কিংবা সেমিনার সব সামলে নিজের জোগাড়যন্ত্রটাও নিজেকেই করে নিতে হয় অনেকসময়। কেমন হয় স্রোতের সাথে পাল্লা দিয়ে চলার দ্রুতগামিতা যদি দেখান যায় হেঁশেলেও? সহজে অথচ কম খরচে বা পরিশ্রমেই বানিয়ে নেয়া যায় মানানসই খাবার? সময়ের সাথে ছুটতে থাকা জীবনের সাথে মানানসই কিছু সহজ ও চটজলদি রেসিপিই থাকছে এই লেখায়।