তোত্তোচানের নতুন স্কুলটা ভারী অদ্ভুত। নাম তার “তোমোয়ে গাকুয়েন বিদ্যালয়”। সোশাকু কোবাইয়াশি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং হেডমাস্টার। তার স্কুলটা ইট পাথরের দালানে নয়, খোলা আকাশের নিচেও নয়। আশ্চর্য হলেও সত্যি এই স্কুলটা রেলগাড়ির কামরার মধ্যে! হ্যাঁ, একদম সত্যিকারের রেলগাড়ির মধ্যে! এমন মজার স্কুল কার না পছন্দ হয়ে থাকতে পারে! তাইতো যেই তোত্তোচানকে অমনোযোগিতার জন্য স্কুল থেকে তাড়িতে দেয়া হয়েছিল সেই তোত্তোচানও স্কুলে যাওয়ার জন্য উন্মুখ হয়ে বসে থাকতো।