পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল: বাংলা ভাষার ইতিহাসনির্ভর চাঞ্চল্যময় রহস্যোপন্যাস
ঠিক কেমন ছিল সে যুগের বাংলা ভাষা? কীভাবে লিখত তখন এদেশের মানুষ? সেসব হারিয়েই বা গেল কোথায়? নাকি এর পেছনে আছে কোনো নিপাট ষড়যন্ত্র? বাংলা সাহিত্যের এক অন্ধকারাচ্ছন্ন যুগের গূঢ় রহস্যের উদঘাটন নিয়েই একটি চাঞ্চল্যকর থ্রিলার লিখেছেন প্রীতম বসু।