ইউফ্রেটিস নদী তুরস্কের ভ্যান লেক ও কালোসাগরের মধ্যবর্তী পূর্বাঞ্চলীয় উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে সিরিয়া দিয়ে ইরাকে প্রবেশ করেছে। নদীটির বেশিরভাগ অংশ ইরাক দিয়ে প্রবাহিত হলেও প্রবাহমান পানির উৎসের ৮৯ শতাংশই আসে তুরস্ক থেকে।টাইগ্রিস নদীর ভাগ্যও অনেকটা ইউফ্রেটিস এর মত, তুরস্কের পূর্বাঞ্চলে উৎপত্তি হলেও নদীর বেশিরভাগ অংশই প্রবাহিত হয়েছে ইরাক দিয়ে।এই নদীর প্রবাহমান পানির বেশিরভাগ অংশই ব্যবহৃত হয় সেচ, খাদ্য নিরাপত্তা ও জলবিদ্যুৎ উৎপাদনের কাজে।তবে নদীর ওপর তুরস্কের একের পর এক বাঁধ নির্মাণ ও দূষণ পানিকে ক্রমেই ব্যবহার অনুপোযোগী করে তুলছে।