ইতিহাসকে ঠিকভাবে জানার অন্যতম সঠিক উৎস হচ্ছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান। শুধু প্রত্নতাত্ত্বিক উপাদানই নয়, ইতিহাসের কঙ্কালসার কাঠামোতে একটু একটু করে প্রাণের সঞ্চার ঘটিয়েছে বিভিন্ন প্রাচীন গ্রন্থও। ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করলেও পাওয়া যায় এমন গ্রন্থাবলির উদাহরণ। আজকের এ লেখায় আলাপ হবে সেগুলো নিয়েই।