ডেভিড ভিসা: দ্য নামিবিয়ান হাল্ক
সীমিত সামর্থ্য, বুকভরা সাহস আর চোখভরা স্বপ্ন নিয়ে নামিবিয়ার ক্রিকেটাররা লিখেছেন নিজেদের রূপকথা। সেই রূপকথার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টা লিখেছেন নিজভূমে পরবাসী হয়ে যাওয়া এক দুর্ভাগা রাজপুত্র; কপালের লিখন খণ্ডাতে না পেরে যিনি গিয়ে ভিড়েছেন নামিবিয়ার প্রান্তরে।