লা লিগার ‘আন্ডারডগ’দের ডিএনএ বদলে দিচ্ছেন সিমিওনে?
গত মৌসুমে তুরিনে ৩-০ তে বিধ্বস্ত হয়ে যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছিল অ্যাতলেটিকোর, তখন আপাদ-পক্ষে মনে হচ্ছিল ‘প্রলেতারিয়েত’ মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার শেষ সুযোগটা এবার মাটিতে মিশে গেলো। ওই ম্যাচের দুইদিন পরই শুনা যাচ্ছিল সিমিওনের ক্লাব ছাড়ার গুঞ্জন।