দুপুরের রোদ্দুরে মায়ের কোল ঘেঁষে শুয়ে কমিক্স পড়া কিংবা স্কুল ফাইনালে ভাল নাম্বার পেলে উপহার হিসেবে দু-চারটা রংচঙে গল্পের বই উপহার পাওয়া- এসবই ছিল শৈশবের আনন্দ। এই আনন্দের ভাগটুকুর অধিকাংশ জায়গাই বোধহয় দখল হয়ে আছে ‘চাচা চৌধুরী’, ‘সাবু’, ‘বিল্লু’, ‘পিংকী’ আর ‘রমন’ দের দিয়ে। বাজি ধরে বলা যায়, এই নামগুলো শুনে অনেকের মুখেই এক চিলতে হাসি ফুটে উঠেছে।