ফ্লোরেন্সের আকাশের রহস্যজনক ইউএফও ও এঞ্জেল হেয়ার: নিছক কল্পনা না অমীমাংসিত রহস্য?
হ্যালোউইনের তখনো দিন চারেক বাকি। স্টেডিও আর্টেমিও ফ্রাঞ্চি স্টেডিয়াম কানায়কানায় পূর্ন। উৎসবের আমেজ মাখা সময়টাতে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি দুই ক্লাব ফিওরেন্টিনা আর পিস্তোইয়েস। হাজার দশেক দর্শকের চিৎকার আর হুল্লোড়ে প্রতিদ্বন্দ্বীপূর্ন ম্যাচটি আরো জমজমাট হয়ে উঠেছিলো। কিন্তু হঠাৎ করেই পুরো স্টেডিয়াম নিরব হয়ে গেলো। পিন পতন নিরবতায় ছেয়ে গেলো দর্শক গ্যালারী আর মাঠ। খেলার রেফারী বাঁশি পর্যন্ত বাজাতে ভুলে গেলো। এমনই এক অসম্ভব ঘটনা দেখবার দাবি করেছিলো সেদিন মাঠে থাকা সকলে।