প্রাচীন মিশরে অপরাধ তদন্তের অদ্ভুত যত পদ্ধতি
কোনো অঘটন ঘটলে প্রকৃত অপরাধীকে খুজে বের করা ছিল অনেক দূরহ একটি কাজ। তাছাড়া তখন অপরাধের জন্য শাস্তির ধরণও ছিল ভিন্ন। যেমন ধরা যাক প্রাচীন মিশরের কথা। অপরাধীদেরকে ধরার জন্য তারা বেশ কিছু পন্থা উদ্ভাবন করেছিল যা এখন অনেকের কাছেই অদ্ভুত মনে হবে। সেই পদ্ধতিগুলো সম্পর্কে আজ আমরা জানবো।