শাহাদুজ্জামানের মামলার সাক্ষী ময়না পাখি
বিন্দুতে সিন্ধু ধারণের ক্ষমতা নিয়ে লেখক শাহাদুজ্জামান সাজিয়েছেন প্রতিটা গল্প। বস্তুতঃ এখানকার কিছু কিছু রচনাকে গল্প বলতে দ্বিধা হয়। প্রবন্ধ বলে মনে হয়। বেশিরভাগ গল্পেই সংলাপ একেবারে কম। অবশ্য লেখকের লেখার ধরনই এমন, সংলাপ বেশি হলে খাপে মিলতো না।