যে অ্যাপ্লিকেশনগুলো কমিয়ে দিতে পারে আপনার কাজের চাপ!
ব্যস্ততার প্রতিটি দিনে আমাদের প্রচুর তথ্য মনে রাখতে হয়। আগামী সোমবার বসের সাথে মিটিং, রবিবার এই এই কাজগুলো শেষ করতে হবে, কিংবা বিদ্যুৎ বিল জমা দেওয়ার শেষ তারিখ আগামী বৃহস্পতিবার। অনেকের জীবন আবার টিউশনির টিচারদের মতো। প্রতিদিন সময় ধরে যেতে হয় এক স্থান থেকে অন্যত্র। শিক্ষার্থীদের অনেকেই পড়ার রুটিন তৈরি করে টেবিলের উপর ঝুলিয়ে রাখে। টেবিল থেকে সামান্য দূরে থাকলে রুটিনের কথা মনেও থাকে না। প্রতিদিনই আমাদের এরকম বহু তথ্য মনে রেখে চলতে হয়। আর এত তথ্য মনে রাখার মানসিক চাপের প্রতিফলন আমাদের দেহে ও কাজে প্রভাব ফেলে। যদি এমন হয় যে, আমাদের হয়ে প্রতিদিনের তথ্যগুলো কেউ মনে রাখবে (যেমনটা আমরা মনে রাখি), আমাদের প্রতিদিনের কাজের তালিকা সুন্দরভাবে সাজিয়ে রাখবে, আমাদের বলে দেবে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে- তাহলে নিশ্চয়ই অনেক ভালো হয়। তা-ই নয় কি?