আমরা ফার্স্ট হ্যান্ডে দেখতে পাই সমাজ কীভাবে, কত পর্যায়ে চেষ্টা করে ভিক্টিমদের কণ্ঠরোধ করতে। কীভাবে নারীদের মানুষ হিসেবে না দেখে আনুষ্ঠানিকভাবে কোন পুরুষের সম্পত্তি হিসেবে গণ্য করা হতো। কীভাবে বিচার ব্যবস্থার প্রতিটি ধাপ ভিক্টিমদের বিরুদ্ধে কাজ করে। কীভাবে ধর্মের অপব্যবহার করা হয় ধর্ষক পুরুষদের পক্ষে। একদম তৎকালীন রাজত্ব, আমলাতন্ত্র, ধার্মিক প্রতিষ্ঠান ও বিচারতন্ত্রের গোড়ায় গিয়ে এসব বিষয়কে প্রকাশ করা হয়েছে।