আজ যাদের কথা বলবো, তাদের সকলের বয়স বিশ বা তার নিচে। কিন্তু তারা শৈশবেই বিশ্বকে বদলে দেবার স্বপ্ন দেখা শুরু করেছিলেন। আর বিশ্বকে বদলাতে তারা কেউ বেছে নিয়েছিলেন শিল্প, তো কেউ বিজ্ঞান ও প্রযুক্তি। কিন্তু একটি বিষয়ে তাদের মধ্যে বিন্দুমাত্র ভিন্নতা ছিলো না। বিশ্বকে বদলে দেবার তাদের ধারণাই ইন্ধন যুগিয়েছে চলার পথে।