১৯৩০ থেকে ১৯৭৮: বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ সমাচার (প্রথম পর্ব)
শুরু হয়ে গেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। আগামী এক মাস পুরো পৃথিবী বুঁদ হয়ে থাকবে ফুটবল মাদকতায়। পৃথিবীবাসীর এই নেশা কিন্তু সহসাই তৈরি হয়নি। এই ইতিহাস প্রোথিত আছে আজ থেকে ৮৮ বছর আগের পৃথিবীতে। ১৯৩০ সালের ১৩ জুলাই যে মহারণ শুরু হয়, তার প্রবহমানতা আজও বহমান।