সময়ের ফাঁদ অন্যরকম। জীবনের এক পর্যায়ে এসে সবাই এখানে আটকে যায়। মুহুর্তের নির্দিষ্ট কিছু হিসেব চুকিয়ে দিলেই মুক্তি। তবে যুক্তির ফাঁদ সেভাবে কাজ করে না। প্রকৃতপক্ষে যুক্তির মারপ্যাঁচে গাঁথা হয় যে ফাঁদ, সেখান থেকে মুক্তির জন্য চাই পাল্টা যুক্তি। প্রতি-আক্রমণ না করে হার মেনে নিলেই সমস্যা। আক্রমণকারীর যুক্তির পাল্লা যে আরও বেশি ভারি হয়ে ওঠে তখন।