শুক্র গ্রহে প্রাণের সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা
বিজ্ঞানিরা শুক্র গ্রহ পর্যবেক্ষণ করতে গিয়ে একটি বায়োসিগনেচারের উপস্থিতি লক্ষ্য করেছেন। সূর্য থেকে দ্বিতীয় অবস্থানে থাকা এ গ্রহটির মেঘে প্রচুর পরিমাণে ফসফিন গ্যাসের উপস্থিতি আবিষ্কৃত হয়েছে। আর এ গ্যাসের বিশেষ দিক হলো, এটি কোনো জৈবিক বিক্রিয়া ছাড়া তৈরি হয় না।