বিভিন্ন ধর্মবিশ্বাসে সিরিয়া নিয়ে প্রচলিত মিথ বা ধর্মকথা
সিরিয়া এমন একটি দেশ যাদের দীর্ঘশ্বাস আকাশে মিলায় – সে দীর্ঘশ্বাস দীর্ঘতর হয়। গত এক দশকে সাজানো-গোছানো সুন্দর দেশ থেকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২০১১ সালের আরব বসন্তের হাওয়া যখনি সিরিয়ায় গিয়ে লেগেছে – ঠিক তখনি মূলত রচিত হয়ে কয়েক লক্ষ সিরীয় নাগরিকের কবর। যার শেষ এখনো হয়ইনি বরং আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সময়টা হবে আরো দীর্ঘতর।