অভ্রর জন্ম ও মেহদী হাসান নামক এক অদম্য যোদ্ধার এগিয়ে যাবার গল্প
মেহদী সেদিন তার বড় ভাইকে বলেছিলেন, “ভাষার জন্য টাকা নেবো কেন?” মেহেদী শেষ পর্যন্ত সত্যিই কোনো অর্থ নেননি। তিনি সত্যিই ভাষাকে উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য। ২০০৭ সালে অভ্র কিবোর্ড পোর্টালটি তিনি বিনামূল্যে ব্যবহারের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেন। আর এর মাধ্যমেই বাংলা ভাষা উন্মুক্ত হয়ে পড়ে তথ্য প্রযুক্তিতে।