একাত্তরের ভুলে যাওয়া অনুভূতির গল্প ‘তেইল্যা চোরা’
যুদ্ধের ভয়াবহ বাস্তবতা ও এর তীব্রতা কারো কাছে কম, কারো কাছে বেশি। এর প্রকাশভঙ্গীও সবার এক নয়। এক চোখা ইতিহাসের কানা ঘুপচিগুলি চিনে নিতে আমাদের দরকার পড়ে গল্প উপন্যাসের। সমাজের সচরাচর দৃষ্টিভঙ্গীর বাইরে এসে এক চোর ও কতিপয় নিম্নবিত্তের মানুষের যুদ্ধকালীন অনুভূতির বহিঃপ্রকাশ এই “তেইল্যা চোরা”।