ওয়ার্কপ্লেস বুলিং: কর্মক্ষেত্রের অসুস্থ চর্চা এবং কর্মীদের নিদারুণ হতাশা
জাপানি অ্যানিমে ক্যারেক্টার ‘রেটসুকো’, যে কি না চাকরি করে টোকিয়োর একটি ফার্মে অ্যাকাউন্টিং সেকশনে। আর কর্মক্ষেত্রে সে বিভিন্ন ধরনের অফিস পলিটিক্স, বুলিং এবং বৈষ্যমের শিকার হয়। আর এ ধরনের হয়রানি থেকে তার মাঝে তৈরি হয় বিষণ্ণতা এবং ক্ষোভের উদ্রেগ।
কিন্তু এই ক্ষোভ কি শুধুই রেটসুকোর?