চাঁদ কি কারো ব্যক্তিগত সম্পদ? ডেনিস হোপ মাত্র চাঁদের মালিক হয়েই থেমে থাকেনি। তিনি পত্রিকায় চাঁদ কিংবা চাদের জমি বিক্রির বিজ্ঞাপনও দিয়েছেন। তিনি চাঁদে প্রতি একর জমি ২০ ডলার হিসেবে বিক্রির জন্য বিজ্ঞাপন দেন।