কীভাবে লিখবেন স্টেইটমেন্ট অব পারপাস?
বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স কিংবা পি এইচ ডি প্রোগ্রামে ভর্তির ইচ্ছা জানিয়ে আবেদন করার সময় এক থেকে দুই পাতা ব্যাপী একটি রচনা লিখতে হয় – যাকে বলা হয় Statement of Purpose (SOP)। স্টেইটমেন্ট অফ পারপাস মূলত নিজের ঢোল নিজের পেটানোর মত – আরও সুন্দর বাংলায় যাকে বলা যায় আপনাকে কেন কোন বিশ্ববিদ্যালয় তাদের মাস্টার্স কিংবা পি এইচ ডি প্রোগ্রামের অধীনে নিবে তার জন্য বিজ্ঞাপন মূলক রচনা।