ভ্যাক্সিন গ্রহণে মানুষের এত অনীহা কেন?

যারা ভ্যাক্সিন নিতে অনীহা প্রকাশ করে থাকেন তাদের প্রতি অন্যান্যদের একটি সাধারণ ভ্রান্ত ধারণা হচ্ছে যে অনিচ্ছুক সকলেই একই বিশ্বাসে বিশ্বাসী; একই ধ্যানধারণায় বিশ্বাসী বলেই হয়তো তারা সকলেই ভ্যাক্সিন গ্রহণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বস্তুত, এই ধারণাটি ভুল। ভ্যাক্সিন গ্রহণে অনীহা পোষণ করার পেছনে একচেটিয়াভাবে একটি কারণই দায়ী নয়। ভ্যাক্সিন নেব কি নেব না- মানুষের এই সিদ্ধান্ত গ্রহণে একাধিক কারণ যৌথভাবে কাজ করে থাকতে পারে।

article

প্রাপ্তি-অপ্রাপ্তির খেরোখাতায় সহস্রাব্দ প্রজন্মের অবস্থান কোথায়?

প্রতিটি সমাজেই বহুকাল ধরে চলে আসা কিছু নির্ধারিত মাইলফলক থাকে। বাঙাল মুলুকে দীর্ঘকাল ধরে চলে আসা রীতিটা হচ্ছে ২৫ বছরের মাঝে বিশ্ববিদ্যালয় শেষ করা, ২৮ বছরের মাঝে একটা সরকারি চাকরি জুটিয়ে নেওয়া, চাকরির বছরখানেকের মাঝেই বিয়েশাদির পর্বটা সম্পন্ন করে ৩০ এর মাঝেই অন্তত একটি সন্তান নিয়ে ফেলা। আর্থসামাজিক অবস্থান, ধর্মীয় মূল্যবোধ, লিঙ্গ ইত্যাদি ভেদে এই রীতির কিছুটা হেরফের হলেও মোটের ওপর ব্যাপারটা এরকমই থাকে। এখানে লক্ষণীয় বিষয় হলো প্রতিটি বিষয়কে একটি সময়ের বেড়াজালে বেঁধে ফেলার চর্চাটি। অর্থাৎ, ২৫ এর মাঝে স্নাতক সম্পন্ন না হওয়া, ২৮ এর মাঝে চাকরি অথবা ৩০ এর মাঝে বিয়ের পিঁড়িতে বসতে না পারাটি সমাজের চোখে একটি বিশাল ব্যর্থতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।

article

ব্রাজিলে পীত জ্বরের মহামারির হাল হকিকত

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের পীত জ্বরের (ইয়েলো ফিভার) প্রকোপ অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে আটলান্টিক বনাঞ্চলের মিনে জেরাইস ও ইস্পিরিতো সান্তো এবং এদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে পীত জ্বরের সংক্রমণ শুরু হয় তীব্র আকারে। যথাযথ টিকাদান কর্মসূচির ব্যর্থতার দরুন পরবর্তী বছরের মে মাসের মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়ে সমগ্র ব্রাজিল জুড়ে। বিগত কয়েক দশকের মাঝে এটিই ছিল সবচেয়ে তীব্র পর্যায়ের প্রাদুর্ভাব। মাসখানেকের মাঝেই মৃতুর সংখ্যা ৪০০ ছাড়ায়।

article

বৈশ্বিক উষ্ণায়ন নিরসনে তিমি রক্ষার সম্ভাব্য ভূমিকা

শুনতে কেমন লাগবে আপনার যদি বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন রোধে তিমির ভূমিকা অপরিসীম? আশ্চর্য বনে যাওয়াটাই স্বাভাবিক। কারণ, বৈশ্বিক উষ্ণায়ন সমস্যা রোধকল্পে আমরা যেসব প্রস্তাবনার কথা শুনে থাকি সেগুলোর সাথে তিমি একেবারেই বেমানান লাগে। পৃথিবীর সর্ববৃহৎ প্রাণি তিমি সত্যিই বৈশ্বিক উষ্ণায়ন হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রেখে এসেছে এবং সেটি বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে।

article

কোভিড-১৯ ভাইরাসের উৎসের সন্ধান কেন এত কঠিন

প্রায় ২০ মাসেরও বেশি সময়। শনাক্তের সংখ্যা ২২০ মিলিয়ন। ৪ মিলিয়নেরও অধিক মৃত্যু। দীর্ঘ এই সময়ের এখনও হয়নি শেষ, মৃত্যুর সংখ্যাও থামেনি। কষ্টকর, দুর্বিষহ এই অভিজ্ঞতা সার্স কোভ-২ ভাইরাস নিয়ে আমাদের অনেক কিছু শিখিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এত স্বল্প সময়ে একটি ভাইরাসের বিরুদ্ধে একাধিক কার্যকরী টিকা বাজারে এত দ্রুত আগে কখনো আসেনি। গণহারে টিকা প্রদান কর্মসূচি চলছে, লকডাউন শিথিল হচ্ছে দেশে দেশে, ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, সর্বোপরি মানুষ তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মহামারির সাথে খাপ খাইয়ে নেওয়ার।

article

গরুর মল-মূত্রের দূষণ থেকে পরিবেশ রক্ষায় বাছুরের বিশেষ প্রশিক্ষণ

গাড়ি, ট্রাক, বাস, প্লেন সম্মিলিতভাবে যে পরিমাণ গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ করে, একা প্রাণীসম্পদ তার চেয়ে বেশি নিঃসরণের জন্য দায়ী।

article

প্রজেক্ট লাইটস্পিড: যেভাবে করে প্রস্তুত করা হয় ফাইজার-বায়োএনটেক ভ্যাক্সিন

জার্মান বায়োটেক কোম্পানি বায়োএনটেক পৃথিবীবাসীর কাছে সর্বপ্রথম কোনো mRNA ভ্যাক্সিন উপস্থিত করল। বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা হিসেবে আছেন উর শাহিন ও ওজলেম টুরেজি। এই দম্পতির অসামান্য কর্মদক্ষতায় ও বিচক্ষণতায় প্রতিষ্ঠানটি এত অসাধারণ প্রযুক্তির এই ভ্যাক্সিনটি আমাদের দিতে পেরেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের সাথে যৌথ উদ্যোগে বায়োএনটেক প্রস্তুত করে চলেছে তাদের ভ্যাক্সিন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের কাছে তাদের এই বিশাল কর্মযজ্ঞের খুঁটিনাটি তুলে ধরেছে। রোর বাংলার পাঠকদের জন্য আজ থাকছে টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনের ঈষৎ সংক্ষেপিত অনুবাদ।

article

পিংক ট্যাক্সের আদ্যোপান্ত

পিংক ট্যাক্স। নামের মাঝেই ট্যাক্স শব্দটির অস্তিত্ব থাকলেও আক্ষরিক অর্থে এটি কোনো ট্যাক্স নয়। হুবুহু একই কিংবা প্রায় কাছাকাছি ধরনের পণ্যে নারীরা পুরুষদের তুলনায় যে অতিরিক্ত অর্থ প্রদান করে থাকেন [জ্ঞাত কিংবা অজ্ঞাতসারে] সেটিকেই পিংক ট্যাক্স নামে অভিহিত করা হয়।

article

শিল্পের বিকাশ পূর্ববর্তী যুগে ক্যান্সারের প্রকোপ কতটা ছিল?

ক্যান্সার শব্দটি ইদানীং এত বেশি শোনা যাচ্ছে যে বিষয়টি আমাদের কাছে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। একটা সময় অনেক অন্য কারো পরিবার, অনেক দূরের সম্পর্কের কারো ক্যান্সার হয়েছে এটা শোনা যেত। এখন নিজেদের ঘরেই, নিজের বন্ধুবান্ধব, নিজেরই ক্যান্সার হচ্ছে। ক্যান্সারের কারণ নানা কিছু হতে পারে। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিল্পায়নের সাথে ক্যান্সারের প্রকোপের আদৌ কোনো সম্পর্ক আছে কি না?

article

মাল্টিটাস্কিং কি সত্যিই সৃজনশীলতার স্ফুরণ ঘটায়?

সম্প্রতি বেশ কিছু টিভি সিরিজে একটি দৃশ্যের অবতারণা অতি সাধারণ হয়ে পড়েছে। সিরিজের কোনো এক চরিত্র সন্তানকে স্কুলের জন্য রেডি করছে, সকালের নাস্তা বানাচ্ছে, কফির কাপে চুমুক দিচ্ছে। আবার একই সিরিজে অন্য একজন চরিত্র বিদেশী ক্রেতার ইমেইলের উত্তর দিচ্ছে, কল রিসিভ করে কথা বলছে, অফিসের জন্য রেডি হচ্ছে। এই সবগুলো কাজ চরিত্রগুলো একটার পর একটা ক্রমান্বয়ে না করে বরং একইসাথে করে চলেছে। মূলত তারা মাল্টিটাস্কিং করছে।

article

সভ্যতার ধাপে ধাপে প্রক্রিয়াজাতকৃত খাদ্যের অগ্রগতি

বাজারে এখন প্রক্রিয়াজাত খাবারের ছড়াছড়ি। পনির, সিরিয়াল, চিপস, রোল, সালামি, সসেজ, কেক এরকম অসংখ্য প্রক্রিয়াজাত খাদ্য আমরা প্রতিদিন কিছু না কিছু পরিমাণে খেয়ে থাকছি। সম্প্রতি এসব খাবারের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। চিকিৎসক, গবেষক, পুষ্টিবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নানামুখী আলোচনায় একটি বিষয় সুস্পষ্ট যে অতি গ্রহণের ফলে এসব খাবার দীর্ঘমেয়াদে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।

article

আফ্রিকার সর্ববৃহৎ ভাসমান শহরে জীবনের নানা ঢেউ

একটি শহরের কথা ভাবা যাক। আপনি কর্মস্থলে যাওয়ার জন্য কেতাদুরস্ত হয়ে বের হলেন। বাসা থেকে বেরিয়ে ট্যাক্সি ভাড়া করলেন। কিছুক্ষণের মাঝেই তুমুল বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেল এবং ট্যাক্সির পেছনের সিটে প্রবল গতিতে ময়লা পানি প্রবেশ করতে শুরু করেছে।

article

End of Articles

No More Articles to Load