আর্জেন্টিনার বিশ্বকাপ জয়: এক রূপকথা নির্মাণের আদ্যোপান্ত
ফিরে আসা নিয়ে অসংখ্য কল্পকথা চালু আছে পৃথিবীতে, আছে বারবার ইকারাসের উড়তে না পারার আক্ষেপ। কিন্তু ফিনিক্স পাখির শেষ থেকে শুরু করার রূপকথাই বোধহয় সবচেয়ে সুন্দর; সবচেয়ে বেশি কাছের গল্প মনে হয় মানুষের কাছে। তেমন এক গল্পের পরশ দিয়ে গেল ১৮ ডিসেম্বর রাত।