ভোজনরসিকেরা বলে, খাবার খেতে হয় সময় নিয়ে, অল্প অল্প করে, রসিয়ে রসিয়ে। অন্যথায় খাবারের পূর্ণ স্বাদটা আস্বাদন করা যায় না। ভোজনরসিকদের এই তত্ত্বের সাথে যদি একমত হই, তাহলে ২০০৪-২০১০ সাল পর্যন্ত প্রচারিত হওয়া আমেরিকান টিভি সিরিজ লস্টের নির্মাতার গল্প রসিক। কেননা, তারা গল্প বলায় তাড়াহুড়ো করেননি মোটেও। বরং একটু একটু করে গল্পের জটিলতা দর্শকের সামনে উন্মোচন করে দর্শকের মনোযোগটা ধরে রেখেছে একেবারে শেষ অবধি। তারা নিশ্চিত করেছে বিজ্ঞান আর কল্পকাহিনীর মিশেলে তাদের নির্মিত সিরিজটি যেন শেষপর্ব পর্যন্ত দর্শক দেখতে থাকেন, শেষ পর্ব পর্যন্ত যেন দর্শক ভাবতে থাকেন কী হবে, কী হবে না।