নতুন বলের প্রথম ওভার কেমন সামলান বাংলাদেশী ওপেনারেরা?
একটা মজার আলোচনা করা যাক। দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে ইতিমধ্যেই কোয়ালিফাই করে ফেলেছে বাংলাদেশ। আমরা আজকে যে আলোচনা করতে চাচ্ছি, সেটি হল গত ওয়ানডে বিশ্বকাপ থেকে ২৫ এপ্রিল, ২০২৩ অব্দি বাংলাদেশ যে কয়টি ওয়ানডে খেলেছে সেখানে ইনিংসের প্রথম ওভাটিতে কেমন পারফর্ম করেছেন ওপেনাররা। সোজা কথায়, বাংলাদেশি ওপেনাররা ওয়ানডে ইনিংসের প্রথম ওভারটি কেমন সামলান?