ম্যাড ম্যাক্স ট্রিলজি: জর্জ মিলারের চিরসবুজ অ্যাকশন ক্লাসিক
আমাদের শিল্প-সাহিত্যে বারবার বলা হয়েছে সভ্যতার সমাপ্তি হবে বর্বরতার সূচনা বিন্দু। এই দর্শন ম্যাড ম্যাক্সের গল্পের অন্যতম বড় প্রভাবক। আমরা এখানে দেখতে পাই সভ্যতার পতন সৃষ্টি করেছে মাৎস্যন্যায়ের পরিস্থিতি। সবলের সীমাহীন অত্যাচারে দুর্বল অতিষ্ঠ। এমতাবস্থায় দুর্বলের পক্ষে দাঁড়িয়ে যায় ম্যাক্স।