২০০৮ এর সাবপ্রাইম মর্টগেজ সংকট: যা কাঁপিয়ে দিয়েছিল সারা দুনিয়ার অর্থনীতি (প্রথম পর্ব)

মার্কিন মুলুকের আর্থিক কেন্দ্র ওয়াল স্ট্রীট থেকে শুরু হওয়া এই সংকট খুব দ্রুতই আটলান্টিক পারি দিয়ে পৌঁছে গিয়েছিল ইউরোপের বাঘা বাঘা  আর ঐতিহ্যবাহী সব আর্থিক কেন্দ্রগুলোতে। নড়বড়ে করে দিয়েছিল প্রাচীন সব ইনভেস্টমেন্ট আর মার্চেন্ট ব্যাংকের সুপ্রাচীন ভিত আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল শুধুমাত্র বল্গাহীন লোভ আর নিয়ন্ত্রণহীন আর্থিক সিস্টেম কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে আমাদের তথাকথিত সভ্য দুনিয়াতে। বলা হয়ে থাকে, মার্কিন মুলুক গত শতাব্দীর ৩০ এর দশকে “দ্য গ্রেট ডিপ্রেশন” নামের যে ভয়াবহ আর্থিক সংকট দেখেছে, ভয়াবহতার দিক থেকে ২০০৮ এর বিশ্বব্যাপী এই সংকটই এর অবস্থান ঠিক তার পরেই!

article

End of Articles

No More Articles to Load